সংবাদদাতা ।।
কিশোরগন্জ সাহিত্য সংস্কৃতি পরিষদের উদ্যোগে ৭ আগস্ট শুক্রবার সকাল ১০টায় আল হেরা ট্রেড মিলনায়তনে বর্ষাকালীন কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়। আসরে আলোচনা করেন, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও লেখক-গবেষক আশরাফুল ইসলাম, সংগঠনের সহ-সভাপতি শামসুল আলম সেলিম, লিমেরিকার সাংবাদিক রেজাউল হাবিব রেজা, সহ-সাধারণ সম্পাদক কবি ইসমাইল হোসেন মুফিজী, পাঠাগার ও লাইব্রেরী বিষয়ক সম্পাদক আমিনুল হক সাদী, সদস্য সাংবাদিক আহসানুল হক জুয়েল, শেখ কাওসার আহমেদ রনি, সাংবাদিক আবদুল্লাহ আল মহসিন, জামাল উদ্দিন, শামসুজ্জামান মওদুদী, জয়নাল আবেদীন প্রমুখ। আসরে স্বরচিত কবিতা পাঠ করে শোনান কবি রেজাউল হাবিব রেজা, কবি ইসমাইল হোসেন মুফিজী, কবি আবুল কালাম ইলিয়াস, কবি সাদেক আহমেদ, কবি আল মোহাম্মদ মোস্তফা প্রমুখ। আসরের শেষে সাংবাদিক সামসুল আলম-এর মা-র জন্য দোয়া চেয়ে মোনাজাত পরিচালনা করেন।