খাইরুল মোমেন স্বপন, বিশেষ প্রতিনিধি ।।
মাদকাসক্ত প্রতিবেশির নেশার কাজে ব্যবহৃত আগুনে মফিজুল্লাহ (৫৫) নামে এক শারিরিক প্রতিবন্ধির বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। কিশোরগঞ্জের নিকলীতে গত শনিবার মধ্যরাতে এ ঘটনা ঘটে।
এলাকাবাসি সূত্রে জানা যায়, শনিবার মধ্য রাতে নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়নের উত্তর দামপাড়া ভূইয়াহাটি গ্রামের লাল মামুদের পুত্র মাদক ব্যবসায়ী মিজান (৩০) নিজ ঘরে বন্ধুদের নিয়ে নেশার আসর জমায়। আসর শেষে নেশার কাজে ব্যবহৃত মোমবাতি জ্বালিয়ে রেখেই বন্ধুদের সাথে বেড়িয়ে যায়। মোমবাতি থেকে মিজানের ঘরে আগুন লাগে।
মিজানের ঘর পুড়ে প্রতিবেশি জন্ম প্রতিবন্ধি মফিজুল্লাহর বসতঘরে ছড়িয়ে পড়ে আগুন। ডাক চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। ঘরটি আসবাবপত্রসহ সম্পূর্ণ ভষ্মিভূত হয়।
মফিজুল্লাহ জানান, জন্ম থেকেই শরীরের একপাশ সম্পূর্ণ অকার্যকর তার। এই ঘরটিই তার সম্বল। আসবাবপত্রসহ পুড়ে যাওয়ায় পথে বসা ছাড়া কোন পথ খোলা নেই তার।
রোববার (১১ মার্চ) সকালে নিকলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. ইসহাক ভূইয়া, দামপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু তাহের ঘটনাস্থল পরিদর্শন করেন।