মহিন উদ্দীন, হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা ।।
হাটহাজারীতে সোহেল রানা হত্যা মামলায় মোঃ শরিফ উদ্দীন সৌরব (১৭) নামে এক কিশোরকে আটক করেছে মডেল থানা পুলিশ। ১০ মার্চ শনিবার রাতে অক্সিজেন থেকে তাকে আটক করা হয়।
জানা যায়, আটককৃত সৌরব পৌরসভার পূর্ব দেওয়াননগর রুঙ্গিপাড়ার রফিক সওদাগরের পুত্র।
এ নিয়ে মামলার দুই আসামিকে আটক করেছে মডেল থানা পুলিশ। গত ৭ মার্চ শাহেদ (১৭) নামে এক ব্যক্তিকে আটক করে মডেল থানা পুলিশ।
হাটহাজারী মডেল থানার অপারেশন কর্মকর্তা মোঃ শামীম শেখ এ প্রতিবেদককে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অক্সিজেন থেকে শরিফ উদ্দীন প্রকাশ সৌরবকে আটক করা হয়েছে। বাকীদেরকেও আটক করার জন্য অভিযান চলছে।
উল্লেখ্য, গত ৫ই মার্চ সোমবার বিকাল চারটার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন ফজু তালুকদার বাড়ির সামনে সোহেল রানা নামে এক যুবককে ইট নিক্ষেপ করে হত্যা করে দুর্বৃত্তরা। হত্যাকারীরা সবাই “পাওয়ার গ্রুপ” নামের সংগঠনের বলে জানা গেছে।
নিহত সোহেল রানা পৌরসভার মাটিয়া মসজিদের পশ্চিমে পূর্ব চন্দ্রপুর মানিক মিস্ত্রির বাড়ির নুরুল ইসলাম ওরফে মানিক মিস্ত্রির পুত্র বলে স্থানীয়রা জানান।
