সংবাদদাতা ।।
নিকলী উপজেলার কারপাশা ইউনিয়নের নানশ্রী-সিংগারপাড় আদর্শ দাখিল মাদ্রাসার সুপার আবদুল আওয়ালের বিরুদ্ধে নামে-বেনামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্যাডে জাল সার্টিফিকেট বিক্রি, মাদ্রাসার অর্থ আত্মসাৎসহ জামায়াতে ইসলামী বাংলাদেশের সক্রিয় রাজনীতির সাথে সম্পৃক্ততার এক লিখিত অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার নানশ্রী গ্রামের লাল হোসেনের ছেলে বাছিরউদ্দিন বাচ্চু গত রোববার মাদ্রাসা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ঢাকা বরাবরে এই অভিযোগ দাখিল করেন। অভিযোগে প্রকাশ, সুপার আবদুল আওয়াল প্রতিষ্ঠালগ্ন থেকে নানশ্রী সিংগারপাড় আদর্শ দাখিল মাদ্রাসায় কর্মরত। তিনি কারপাশা ইউনিয়ন জামায়াতে ইসলামির সাবেক সভাপতি। শিকতার পাশাপাশি জামায়াতে ইসলামির সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণে বিভিন্ন প্রকাশনা বিতরণ করে আসছেন। তার বিরুদ্ধে যুদ্ধাপরাধ বিষয়ক বই-পুস্তক বিতরণ করারও অভিযোগ রয়েছে। সরকারি বিভিন্ন দিবস পালন না করলেও জামায়াতের সকল কর্মসূচি পালন করে থাকেন। নিয়োগকাল থেকে অদ্যাবধি প্রতিষ্ঠানের প্রায় ৩০ লাখ টাকা আত্মসাতের বিষয়টিও অভিযোগে উল্লেখ করা হয়। এছাড়া আবদুল আওয়াল নিজ প্রতিষ্ঠান ও বিভিন্ন মাদ্রাসার প্যাডে অষ্টম শ্রেণির জাল সার্টিফিকেট অর্থের বিনিময়ে প্রদান করেন। এসব জাল সার্টিফিকেটের কয়েকটি কপি এবং জামায়াতের বিভিন্ন কর্মসূচিতে আবদুল আওয়ালের সম্পৃক্ততার ছবি অভিযোগের সাথে সংযুক্ত করা হয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত সুপার আবদুল আওয়াল বলেন, মাদ্রাসার পরিচালনা কমিটিতে পদবঞ্চিত একটি চক্র আমাকে হেয় করতে এমন অভিযোগ করে থাকতে পারে। বিষয়টি আমার জানা নাই।