রাজধানীর পাবলিক লাইব্রেরি মাতালো “গণসাংস্কৃতিক সংস্থা কিশোরগঞ্জ”

নিজস্ব প্রতিবেদক ।।

রাজধানীর আবৃত্তি সংগঠন “কণ্ঠশীলন”-এর আয়োজনে শনিবার (‌১৭ মার্চ) রাজধানীর গণগ্রন্থাগার মিলনায়তনে দর্শক-শ্রোতা মাতিয়ে গেলো “গণসাংস্কৃতিক সংস্থা কিশোরগঞ্জ”র শিল্পীরা। এদিন রাত ৮টায় শুরু হওয়া তাদের পরিবেশনা চলে টানা দেড় ঘণ্টা।

শনিবার (১৭ মার্চ) সন্ধ্যা ৬টায় রাজধানীর পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আবৃত্তি সংগঠন “কণ্ঠশীলন” আয়োজন করে “ওয়াহিদুল হক স্মারণিক মিলনোৎসব-২০১৮”। আমন্ত্রণ পেয়ে “গণসাংস্কৃতিক সংস্থা কিশোরগঞ্জ”র শিল্পীরা মাতিয়ে তোলে হলভর্তি দর্শক-শ্রোতাকে।

“আমাদের নিকলী ডটকম” সম্পাদক ও “গণসাংস্কৃতিক সংস্থা কিশোরগঞ্জ”র কর্ণধার নিকলীর কৃতি সন্তান খায়রুল আলম বাদল ভাইয়ের নেতৃত্বে এদিনের আয়োজনে ছিলো বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে তাঁরই ওপর “জারিগান” ও “কমলা সুন্দরী পালা”।

Similar Posts

error: Content is protected !!