দেশের বাজারে স্বর্ণের দাম কমল

আমাদের নিকলী ডেস্ক ।।

দেশের বাজারে এবার কমল স্বর্ণের দাম। ভরিপ্রতি স্বর্ণের দাম কমেছে ৯৯১ টাকা থেকে সর্বোচ্চ এক হাজার ২৮৩ টাকা পর্যন্ত। সারাদেশে ১৯ মার্চ সোমবার (আজ) থেকে নতুন এ দাম কার্যকর হবে।

১৮ মার্চ, রবিবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এর আগে চলতি বছরের ২৫ জানুয়ারি স্বর্ণের দাম বাড়িয়েছিল বাজুস।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণ ভরিপ্রতি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) বিক্রি হবে ৫০ হাজার ৯৭২ টাকায়। ২৫ জানুয়ারি থেকে ১৮ মার্চ পর্যন্ত এই স্বর্ণের দাম ৫২ হাজার ২৫৫ টাকা ছিল। অর্থাৎ ২২ ক্যারেটে ভরিতে দাম কমেছে এক হাজার ২৮৩ টাকা।

মূল্য হ্রাস পাওয়ায় ২১ ক্যারেট স্বর্ণের ভরিপ্রতি দাম পুনর্নির্ধারণ করা হয়েছে ৪৮ হাজার ৬৯৭ টাকা। আগে এ মানের স্বর্ণের মূল্য ৪৯ হাজার ৯২২ টাকা; অর্থাৎ ভরিতে দাম কমেছে এক হাজার ২২৫ টাকা।

আজ থেকে ১৮ ক্যারেট স্বর্ণ প্রতি ভরি ৪৪ হাজার ৬৭৩ টাকার পরিবর্তে বিক্রি হবে ৪৩ হাজার ৬২৩ টাকায়। এ মানের স্বর্ণের দাম ভরিতে কমেছে এক হাজার ৫০ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি দাঁড়াবে ২৬ হাজার ৪১৯ টাকা। রবিবার পর্যন্ত ভরিপ্রতি যা বিক্রি হয়েছে ২৭ হাজার ৪১০ টাকায়। অর্থাৎ সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরিতে কমেছে ৯৯১ টাকা।

বাজুস সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমে যাওয়ায় দেশের বাজারেও দর পুনর্নির্ধারণ করা হয়েছে।

তবে স্বর্ণের দাম কমলেও অপরিবর্তিত রয়েছে রুপার দর। ২১ ক্যাডমিয়ামের রুপা ভরিপ্রতি আগের দর এক হাজার ৫০ টাকায় বিক্রি হবে।

সূত্র : স্বর্ণের দাম কমল  [প্রিয় ডটকম, ১৯ মার্চ ২০১৮]

Similar Posts

error: Content is protected !!