নিজস্ব প্রতিনিধি ।।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মঙ্গলবার (২০ মার্চ) শিল্পকলা একাডেমীর সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিশিষ্টজনদের সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করেছে জাতীয় শিশু-কিশোর সংগঠন আমরা কুঁড়ি।
আমরা কুঁড়ির অনুষ্ঠানে বিশিষ্টজনদের মাঝে আজীবন সম্মাননা প্রদান করা হবে প্রখ্যাত আলোকচিত্রী, লেখক সাইদা খানম এবং শিক্ষাবিদ হামিদা আলীকে।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে এই সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন বিজেএমই’র সাবেক সভাপতি আতিকুল ইসলাম।
জানা যায়, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রবীণ ও বিশিষ্টদের পাশাপাশি উদীয়মান নবীনদেরকেও সম্মাননা জানানো হবে। এদের মধ্যে লাক্স তারকা শানু, ক্লোজআপ তারকা পুতুল, কণ্ঠশিল্পী অনিমা রায় রয়েছেন।
উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন আমরা কুঁড়ির চেয়ারম্যান মুশতাক আহম্মদ লিটন।