নিজস্ব প্রতিনিধি ।।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আমরা কুঁড়ির উদ্যোগে মঙ্গলবার (২০ মার্চ) সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে আলোচনা, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের উপদেষ্টা রত্না আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিজিএমইএ’র সাবেক সভাপতি মো: আতিকুল ইসলাম, অতিরিক্ত সচিব ম্যাজিস্ট্রেট রোকন উদ দৌলা, বিসিএস কর একাডেমীর মহাপরিচালক মো: বজলুল কবির ভূঞা, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ, ইঞ্জিনিয়ার্স এন্ড কনসালটেন্ট বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক স্থপতি লাইলুন নাহার ইকরাম (শেমী), সিইএম রেডি মিক্স কনক্রিট লিমিটেডের চেয়ারম্যান আয়েশা ফারাহ চৌধুরী, প্রখ্যাত ইউরোলজিস্ট ও সহযোগী অধ্যাপক ডা: মো: আবিদ হোসেন।
স্বাগত বক্তব্য রাখেন আমরা কুঁড়ির মহাসচিব ফেরদৌস আরা বন্যা ও শিশু বক্তা ফাবিহা তাসনিম প্রিয়ম।
অনুষ্ঠানে আজীবন সম্মাননা প্রদান করা হয় শিক্ষাবিদ হামিদা আলী ও প্রখ্যাত আলোকচিত্রী ও লেখিকা সাইদা খানমকে। আলোকিত নারী হিসেবে আরো সম্মাননা প্রদান করা হয় আনোয়ারা খাতুন (রত্নগর্ভা মা), সারিয়া সুলতানা (গবেষক), মিসেস মমতাজ ভিরানী ও রাজিয়া সুলতানা সিনথি (নারী উদ্যোক্তা), সৈয়দা সোনিয়া জাহান (শিল্পচর্চা), অনিমা রায় (বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীত শিল্পী), ইমেলদা হোসেন দীপা (প্রতিবন্ধীদের কল্যাণে), শানারেই দেবী শানু (অভিনয়শিল্পী ও লাক্স সুপার স্টার), সাজিয়া সুলতানা পুতুল (কণ্ঠশিল্পী), সমৃতি সাহা (রন্ধন শিল্পী), শম্পা সাহা (লেখিকা), আলহামরা নাসরীন হোসেন লুইজা (প্রকাশক)।
এ ছাড়াও ১০ জন কৃতী শিশু শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়।