দৌলতপুর থেকে দুই লক্ষাধিক টাকার ইয়াবাসহ গ্রেফতার ২

আমাদের নিকলী ডেস্ক ।।

নিকলীতে এক হাজার ৩শ’ পিস ইয়াবাসহ মো. আল মমিন (২৪) ও মো. মিজানুর রহমান (২৪) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির চার হাজার পঞ্চাশ টাকা উদ্ধার করা হয়।

র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লে. এম শোভন খান, (এস), বিএন এর নেতৃত্বে একটি আভিযানিক দল নিকলী উপজেলার দৌলতপুর পশ্চিম পাড়ার শামসু মুহুরির বাড়ির পাশের কাঁচা রাস্তা থেকে বুধবার (২১ মার্চ) বিকাল পৌনে ৪টার দিকে তাদের গ্রেপ্তার করেন।

গ্রেপ্তার হওয়া দুই মাদক ব্যবসায়ীর মধ্যে মো. আল মমিন দৌলতপুর গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে এবং মো. মিজানুর রহমান একই গ্রামের মো. শামসুল আলমের ছেলে।

র‌্যাব জানিয়েছে, উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য দুই লাখ দশ হাজার টাকা। ধৃত দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ১৯৯০ (সংশোধনী ২০০৪) সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিকলী থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

সূত্র : ১৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী র‌্যাবের হাতে গ্রেপ্তার  [কিশোরগঞ্জ নিউজ, ২১ মার্চ ২০১৮]

Similar Posts

error: Content is protected !!