হাটহাজারীতে খুটি চাপায় পল্লী বিদ্যুৎ শ্রমিক নিহত

মাহমুদ আল আজাদ, হাটহাজারী প্রতিনিধি ।।

হাটহাজারীতে দুর্ঘটনার শিকার হয়ে মো. জামাল (২৮) নামে এক পল্লী বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ২২ মার্চ দিবাগত রাত সাড়ে বারোটার দিকে উপজেলার সৈয়দ কোম্পানীর ঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জামাল নওগাঁ জেলার মান্দা থানার আবদুল করিমের পুত্র বলে জানা গেছে।

মডেল থানা সূত্রে জানা যায়, হাটহাজারী পল্লী বিদ্যুৎ-২ এর ফটিকা ইউনিটে কর্মরত জামাল কাটিরহাটস্থ সৈয়দ কোম্পানীর ঘাটা এলাকায় বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ট্রাক থেকে বৈদ্যুতিক খুটি নামানোর সময় দুর্ঘটনার স্বীকার হয়ে খুটির নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়, পরে স্থানীয়রা গুরুতর আহতকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মডেল থানার এসআই পরেশ চন্দ্র সিকদার জানান, ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে, ময়না তদন্ত শেষে লাশ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং ডাক্তারী রিপোর্ট হাতে আসলে এ ব্যাপারে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

মডেল থানার ওসি বেলাল উদ্দীন জাহাঙ্গীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Similar Posts

error: Content is protected !!