কটিয়াদী প্রতিনিধি ।।
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার লোহাজুড়ী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে স্বাস্থ্য সেবা, কাউন্সেলিং ও ইমপ্লান্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়। বাংলাদেশে স্বল্পোন্নত দেশ থেকে অপ্রতিরোধ্য অগ্রগতির সাফল্য উন্নয়নশীল মর্যাদা লাভের কারণে ‘সেবা সপ্তাহ’ উপলক্ষে শনিবার (২৪ মার্চ) সকাল ১০টায় উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ এ আয়োজন করে।
এসময় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইদুর রহমান, সহকারী পরিবার কল্যাণ কর্মকর্তা আয়েশা খন্দকার উপস্থিত রোগীদের কাউন্সেলিং করেন। পরে ডাঃ আলী হোসেন (এমওএমসিএইচ) ৩২ জন গর্ভবতীকে প্রাথমিক চেকআপসহ প্রয়োজনীয় ওষুধ বিতরণ, ১৩ জন গ্রহীতাকে জন্মবিরতিকরণ “ইমপ্লান্ট’ পদ্ধতি প্রদান, অন্যান্য পদ্ধতিসহ প্রায় ২০০ সাধারণ রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
এছাড়া লোহাজুড়ী ইউপি চেয়ারম্যান আতাহার উদ্দিন ভূঁইয়া (রতন), পরিবার পরিকল্পনা পরিদর্শক রাজীব কুমার সরকার, মোঃ আলম মিয়া, মোঃ নাজমুল হক, মোঃ কাওসার আহমেদ উপস্থিত ছিলেন।