কিশোরগঞ্জ সংবাদদাতা ।।
করিমগঞ্জে কালবৈশাখী ঝড়ে নৌকাডুবির ঘটনায় শঙ্কর চন্দ্র ভৌমিক (৫০) নামে এক সংগীত শিল্পীর লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া নিহত শঙ্কর চন্দ্র ভৌমিকের সহযোগী তুহিন মিয়া (১২) নামের এক শিশু নিখোঁজ রয়েছে। সোমবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার চামটা বন্দরের কাছে নাগচিন্নী নদীতে এই নৌকা ডুবির ঘটনা ঘটে।
নিহত শঙ্কর চন্দ্র ভৌমিক কিশোরগঞ্জ সদর উপজেলার দানাপাটুলী ইউনিয়নের গাগলাইল গ্রামের মৃত শিবচরণ দাসের ছেলে। আর নিখোঁজ তুহিন মিয়া সদর উপজেলার বৌলাই ইউনিয়নের উত্তর রাজকুন্তি গ্রামের মো. কোহিনুর মিয়ার ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শঙ্করসহ ১০-১২ জনের একটি গানের দল ইঞ্জিনচালিত নৌকায় ইটনা উপজেলার পাঁচকাহনিয়া এলাকায় একটি গানের আসরে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে চামটা বন্দর ঘাটের কাছাকাছি এসে হঠাৎ ঝড়ের কবলে পড়ে তাদের নৌকাটি ডুবে যায়।
এসময় অন্যরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও শঙ্কর ও তুহিন নিখোঁজ থাকে। পরে মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে এলাকাবাসী জাল ফেলে শঙ্করের লাশ উদ্ধার করতে পারলেও তুহিনের খোঁজ মেলেনি। ফায়ার সার্ভিসের ডুবুরিদল এলাকাবাসীকে নিয়ে তুহিনকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. দুলাল মিয়া।