সংবাদদাতা ।।
কটিয়াদী উপজেলায় তরুণীর (২৪) লাশ উদ্ধার করেছে পুলিশ। নাম পরিচয়হীন ওই তরুণীর লাশ ১৪ই আগস্ট শুক্রবার ১২টার দিকে উপজেলার মানিকখালী ইউনিয়নের শেখেরপাড়া গ্রামের হাওর থেকে উদ্ধার করা হয়। এলাকাবাসী সূত্রে জানা যায়, মানিকখালী ইউনিয়নের শেখেরপাড়া গ্রামের পূর্বদিকে মানিকখালি-করগাঁও সড়কের মধ্যখানে হাওরের মাঝে একটি পুলিশ ফাঁড়ি আছে। শুক্রবার সকাল সাতটার সময় স্থানীয়রা এক তরুনীর গলাকাটা লাশ দেখতে পায়। এর পরে পুলিশকে অবগত করলে দুপুর পৌনে বারটায় হলুদ সালোয়ার পরা তরুণীর গলাকাটা লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনাস্থল থেকে একজোড়া পুরুষের জুতা পাওয়া গেছে। কটিয়াদী থানার এসআই আবদুল হাই জানান, খুন হওয়া তরুণীর নাম ঠিকানা জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগন্জ হাসপাতালে পাঠানো হয়েছে।