মাহমুদ আল আজাদ, হাটহাজারী প্রতিনিধি ।।
চট্টগ্রামের হাটহাজারীতে দেশিয় তৈরি এলজি, পিস্তলসহ রাশেদ চৌধুরী (৩৬) নামে এক যুবককে আটক করেছে মডেল থানা পুলিশ। ২৮ মার্চ বুধবার বিকাল তিনটার সময় ১টি খেলনার পিস্তল, ১টি পিস্তল, দেশীয় তৈরি এলজিসহ তাকে আটক করা হয়। উপজেলার দক্ষিণ দার্শা ইউনিয়নের মাদারীপুল বাজারের পাশ থেকে তাকে আটক করা হয়।
আটক রাশেদ হাজী মোঃ হারুনের পুত্র বলে জানান থানার কর্তব্যরত অফিসার। হাটহাজারীর মদুনাঘাট পুলিশ ফাড়ির ইনচার্জ মোঃ আরিফুর রহমান বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ মাদার্শার মাদারীপুল বাজারের পাশে ওৎ পেতে থাকি।
রাশেদ বাজারে আসলে তাকে আটক করে দেহ তল্লাশীর সময় ১টি দেশীয় এলজি পিস্তল এবং ১টি খেলনার পিস্তল উদ্ধার করি। তাকে আটক করে মডেল থানায় সোপর্দ করা হয়। তার বিরুদ্ধে মামলা দাখিলের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।