নৌ প্রধানের সাথে সাক্ষাৎ করলেন সাঁতারু আরিফুল

আমাদের নিকলী ডেস্ক ।।

নৌসদর দপ্তরে বৃহস্পতিবার (২৯ মার্চ) সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদের সাথে তিন সাঁতারু সৌজন্য সাক্ষাত করেছেন।

নৌবাহিনীর তিন কৃতি সাঁতারু নাজমা খাতুন, মোঃ আরিফুল ইসলাম এবং মো. নাহিদ আজ নৌ-প্রধানের সাথে দেখা করে অস্ট্রেলিয়ার গোল্ডকোস্টে অনুষ্ঠেয় কমনওয়েলথ গেমসের ২১তম আসরে তাদের অংশগ্রহণের কথা তাকে অবহিত করেন।

আইএসপিআর’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।

সহকারী নৌ প্রধান (পার্সোনেল), সহকারী নৌ প্রধান (লজিস্টিক্স), নৌ প্রধান কর্তৃপক্ষ ঢাকা ও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদকসহ অন্যান্যরা এসময় উপস্থিত ছিলেন। বাসস

বিজ্ঞপ্তিতে বলা হয়, কমনওয়েলথ গেমসের ২১তম আসরে বাংলাদেশের হয়ে অংশগ্রহণকারী নৌবাহিনীর সাঁতারু নাজমা খাতুন ৫০ মিটার ফ্রি স্টাইল ও ৫০ মিটার বাটার ফ্লাই সাঁতারে অংশ নেবেন। তাছাড়া সাঁতারু মোঃ আরিফুল ইসলাম ৫০ ও ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোক এবং মোঃ নাহিদ ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোক ও ৫০ মিটার ফ্রি স্টাইল সাঁতারে অংশ নেবেন।

বাংলাদেশ সুইমিং ফেডারেশনের প্রতিনিধি হিসেবে দলটির সাথে আছেন কোষাধ্যক্ষ মোঃ রেজাউল হোসেন বাদশা। দলটি আগামী ৩১ মার্চ অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করবে।

২১তম কমনওয়েলথ গেমসে অংশগ্রহণকারী জাতীয় দলের তিন কৃতি সাঁতারু বৃহস্পতিবার (২৯ মার্চ) নৌসদর দপ্তরে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন – আইএসপিআর

Similar Posts

error: Content is protected !!