ভারতে দুই ধর্ষককে নগ্ন করে রাস্তায় ঘোরালেন নারীরা

আমাদের নিকলী ডেস্ক ।।

এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুই ধর্ষককে নগ্ন করে রাস্তায় ঘুরিয়েছেন বিক্ষুব্ধ নারীরা। রাস্তায় ঘোরানোর সময় ধর্ষকদের হাত পেছনে বাঁধা ছিল। এ সময় নারীরা তাদের ব্যাপক মারপিট করেন। ভারতের উত্তর-পূর্বাঞ্চলের অরুণাচল প্রদেশের ইংকিওং শহরে এ ঘটনা ঘটেছে। খবর ডেইলি মেইলের।

এ ঘটনার পর ওই দুই ধর্ষককে পুলিশে সোপর্দ করা হয়। স্থানীয় পুলিশের উপ-মহাপরিদর্শক জন নেইহালাইয়া বলেন, ‘পুলিশের কাছে দুজনকে হস্তান্তরের আগে স্থানীয় জনতা এ কাজ করেছে বলে ধারণা করা হচ্ছে।’

তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্ধুত্ব হওয়ার পর দুই ধর্ষকের একজনের সঙ্গে বাইরে যেতে রাজি হয় ধর্ষণের শিকার কিশোরী। পরে ওই বন্ধু ও তার অপর তিন বন্ধু মিলে কিশোরীকে ধর্ষণ করে।

ধর্ষণ শেষে রাত ২টার দিকে কিশোরীকে তার বাড়ির কাছে নামিয়ে দিয়ে যায় ধর্ষকরা। পরদিন সকালে সাহসী ওই কিশোরী পুলিশের কাছে গিয়ে অভিযোগ জানায়।

উপ-মহাপরিদর্শক জন নেইহালাইয়া বলেন, ‘অন্যদিকে ধর্ষণের শিকার কিশোরীর আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা অভিযুক্ত ধর্ষকদের দুজনকে তাদের বাড়ি থেকে ধরে আনে। পরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।’

সূত্র : দুই ধর্ষককে নগ্ন করে ঘোরালেন নারীরা (ভিডিও)  [যুগান্তর, ২৯ মার্চ ২০১৮]

Similar Posts

error: Content is protected !!