মহাস্থান (বগুড়া) প্রতিনিধি ।।
বগুড়ার শিবগঞ্জসহ বিভিন্ন স্থানে শুক্রবার (৩০ মার্চ) দুপুরে শিলা বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ সময় বৃষ্টির সাথে শিলের আঘাতে জেলার শিবগঞ্জ বিভিন্ন এলাকায় এক নারীসহ ৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৩ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- আজাহার আলী (৯০), গাজী (৪৫) ও সুফিয়া বেগম (৪৫)।
স্থানীয়রা জানান, দুপুর পৌনে ২টার দিকে বগুড়ার শিবগঞ্জ, মহাস্থান, মোকামতলা, চন্ডিহারাসহ পাশ্ববর্তী এলাকায় শিলা বৃষ্টি হয়। এতে শিলের আঘাতে তারা আহত হন। অন্য আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
এদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, প্রায় আধা ঘণ্টাব্যাপী প্রচণ্ড শীলা বৃষ্টিতে আমের মুকুল ও উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। আকাশে প্রচণ্ড কালো মেঘ ও হঠাৎ করে শুরু হওয়া ঝড়ো বাতাস ও শীলা বৃষ্টিতে ক্ষেতের পাকা টমেটো, মিষ্টি কুমড়াসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ নিরুপন করতে সংশ্লিষ্ট উপজেলা কৃষি বিভাগকে নির্দেশ দেয়া হয়েছে।