সংবাদদাতা ।।
উত্তর দামপাড়া প্রতিভা যুব সঙ্ঘের উদ্যোগে ১৪ আগস্ট শুক্রবার এক হাডুডু খেলা অনুষ্ঠিত হয়। নিকলী উত্তর দামপাড়া হজরত ফাতেমা (র.) মাদরাসা মাঠে অনুষ্ঠিত খেলায় অংশগ্রহণ করে লাল ও সাদা নামে দু’টি দল। বেশ আনন্দঘন পরিবেশের মাধ্যমে খেলার শেষ হয় লাল দলের জয়ের মাধ্যমে। পুরস্কার হিসেবে ছিল একটি ছাগল।
অনুষ্ঠানে অতিথি ছিলেন বর্তমান ইউপি সদস্য আহম্মদ আলী, সাবেক ইউপি সদস্য কাসেম আলী। আরো উপস্থিত ছিলেন এলাকার উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ।