মহাস্থান (বগুড়া) প্রতিনিধি ।।
খেলাধুলার আয়োজন বিনোদনের পাশাপাশি মানুষে মানুষে সম্প্রীতির বন্ধনকে সুদৃঢ় করে। তাই সামাজিক ও ক্রীড়া সংঘগুলোকে মাঝে মাঝে জনপ্রিয় খেলাধুলার আয়োজন করা দরকার।
শুক্রবার বিকালে বগুড়া সদরের গোকুল ইউনিয়নের চাঁদমুহা সরলপুর উচ্চ বিদ্যালয় মাঠে চাঁদমুহা সরলপুর যুব সংঘ কর্তৃক আয়োজিত আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলার আগ মুহূর্তে প্রধান অতিথি হিসাবে উপরোক্ত কথা বলেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর থানা বিএনপির সভাপতি এইচ এস মাফতুন আহমেদ খান রুবেল।
এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সহ-মৎস বিষয়ক সম্পাদক ও বগুড়া সদর উপজেলা মহিলাদলের সভানেত্রী নাজমা আকতার, গোকুল ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফেরদৌস আলম পিলু, সাধারণ সম্পাদক আইয়ুব খান, সাংগঠনিক সম্পাদক আসাদুল হক টুকু, সদর থানা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আকমল হোসেন সজল, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আগত অসংখ্য দর্শকবৃন্দ। টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলায় অংশ নেয় রংপুর জেলাদল ও গাইবান্ধা জেলা দল।