সংবাদদাতা ।।
কটিয়াদীর করগাঁও ইউনিয়নের পালোয়ান খা’র হাটি গ্রামে জুয়া খেলাকে কেন্দ্র করে দুই পরে সংঘর্ষে নারীসহ উভয়পরে ৩০ জন আহত হয়েছেন। আহতরা হলেন আব্দুল করিম (২৭), বাছির উদ্দিন (৩৫), সাইফুল ইসলাম (৩৩), শাহীন মিয়া (৩৫), হৃদয় (২৫), ফারুখ (৪০), সুরুজ আলী (৬০), ইসরাফিল (৪০), এরশাদুল (২৫), কফিল (২৫), গিয়াস উদ্দিন (৩৬), তৌফিক (২০), আঙ্গুরা বেগম (৪৫), হারুন (৩২)-কে নিকলী হাসপাতালে; শামছুদ্দিন (৩২)কে কিশোরগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ও জব্বার (৩০)-কে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, গত বৃহস্পতিবার দুপুরে করগাঁও বাচ্চু মার্কেটের একটি ঘরে শাহীন মিয়ার নেতৃত্বে একটি জুয়ার আসর বসায়। গিয়াস উদ্দিনের পরে লোকজন জুয়া খেলায় নিষেধ দিলে প্রথমে কথা কাটাকাটি পরে উভয়প সংঘর্ষে লিপ্ত হয়। শাহীন মিয়ার পরে লোকজন গিয়াস উদ্দিনের পরে লোকজনের বাড়িতে হামলা চালিয়ে ৫টি টিনের ঘর ভাংচুর করে। উভয়প বাড়িঘরে লুটপাট করা হয়েছে এমন অভিযোগ তুলেন। জুয়া খেলার অভিযোগ শাহীন মিয়া অস্বীকার করেন। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। যে কোন সময় আবারো বড় ধরনের সংঘর্ষের আশংকা করছেন এলাকাবাসী। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন পইে থানায় মামলা করেনি।