মোঃ হেলাল উদ্দিন, বিশেষ প্রতিনিধি ।।
রাজধানীর মিরপুর শ্যাওড়াপাড়া থেকে মিরপুর-১০ এ নিজ কর্মস্থল (পার্টটাইম) যাওয়ার সময় বাসস্ট্যান্ড থেকে নিখোঁজ হয়ে যান বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র কিশোরগঞ্জের আলী আশফাকুল (২৩)। এ মর্মে তার বড় ভাই আলী নাসের জামিল মিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন; জিডি নং-৭১, তারিখ ১/৪/১৮।
কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদলের মধ্যপাড়া গ্রামের মো: আরশাদ আলীর বিএসসি পড়ুয়া ছেলে আলী আশফাকুল গতকাল (১ এপ্রিল) কর্মস্থলে (পার্টটাইম) যাওয়ার সময় বাসস্ট্যান্ড থেকে নিখোঁজ হয়েছেন। ঢাকাস্থ তার বাসা মিরপুরের শ্যাওড়াপাড়ায়। সেখান থেকে মিরপুর-১০ নম্বরে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।
আলী আশফাকুল “ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ এগ্রিকালচার এন্ড টেকনোলজি”তে বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছেন। তার শিক্ষার্থী আইডি নং-Bsme.16107095। কিশোরগঞ্জের এই শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি একটি অনলাইন শপিং প্রতিষ্ঠানে পার্টটাইম চাকরি করতেন। এদিকে ছেলে নিখোঁজের খবর শুনে বাবা মো: আরশাদ আলী অসুস্থ হয়ে পড়েছেন।
আশফাকুলের বড়ভাই আলী নাসের জানান, “এটি একটি অপহরণ চক্রের কাজ। আমার ভাইকে অপহরণ করা হয়েছে। আশফাকুলের নিখোঁজ হবার পর আমার মোবাইলে অপরিচিত নাম্বার থেকে মেসেজ করা হয়েছে। দুষ্কৃতকারীরা আমাকেও গুম করে দেয়ার হুমকি দিচ্ছে।”