কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা ।।
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বেতাল বাজার নামক স্থানে সড়ক দুর্ঘটনায় একজন সাইকেল আরোহী নিহত হয়েছেন।
জানা যায়, সোমবার (২ এপ্রিল) সন্ধ্যা ৬টায় (কটিয়াদী-টোক) সড়কের বেতাল এলাকায় একটি মালবাহী ট্রাকের নিচে চাপা পড়ে আসাদ মিয়া (৪৮) নামে একজন নিহত হন।
স্থানীয় জনগণ ট্রাকটিকে আটক করেছেন। নিহত আসাদ মিয়া একই ইউনিয়নের বৈবাগীরচর গ্রামের গোলাম চন্দালির ছেলে। কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রাব্বানী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।