অষ্টগ্রামে আগুনে পুড়ে গেছে ১২ বসতঘর

আমাদের নিকলী ডেস্ক ।।

অষ্টগ্রামে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (৫ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের মাঝের হাটিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে গ্রামের জরু মিয়া, সুজন, আরজু, রুকন, খসরু, আবুন, এলডু, আবেদা, হামিদ, ধন মিয়া, মাসুক ও আফরুজ মিয়ার ১২টি বসতঘর আসবাবপত্রসহ পুড়ে ছাই হয়ে যায়।

অগ্নিকাণ্ডের এই ঘটনায় অন্তত অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন। এছাড়া আগুনে দগ্ধ নাজমা বেগম (৩০) নামে এক নারীকে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে মাঝের হাটির জরু মিয়ার ঘরের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে মুহূর্তেই আশপাশের বাড়িঘরে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা দেখে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে তৎপরতা শুরু করেন। এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে ১২টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।

শুক্রবার সকালে ঘটনাস্থলে গিয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক হায়দারী বাচ্চু ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও শুকনা খাবার বিতরণ করেছেন।

১২টি বসতঘর আসবাবপত্রসহ পুড়ে ছাই

সূত্র : অষ্টগ্রামে ১২ বসতঘর আগুনে পুড়ে ছাই  [কিশোরগঞ্জ নিউজ, ৬ এপ্রিল ২০১৮]

Similar Posts

error: Content is protected !!