আমাদের নিকলী ডেস্ক ।।
অস্ট্রেলিয়ার গোল্ডকোস্টে চলমান কমনওয়েথ গেমসে আজ (৬ এপ্রিল) দ্বিতীয় দিনে সাঁতারের হিটে নেমে বাংলাদেশের নাজমা খাতুন একজনের আগে নিজের জায়গা করতে পারলেও সর্বশেষ স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে মো. আরিফুল ইসলামকে।
নাজমা খাতুন তার দুই নম্বর হিটে ৬ জনের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে ৫ম স্থান লাভ করেছেন। মহিলাদের ৫০ মিটার ফ্রিস্টাইল ইভেন্টে তিনি ৩১.১০ সেকেন্ড সময় নিয়ে নির্ধারিত দূরত্ব অতিক্রম করেন। এসময় নাজমা শুধুমাত্র পিছনে ফেলেছেন এন্টিগার প্রতিনিধিত্বকারী আলিয়া ম্যাগিনলেকে।
গোলকোস্টের অপটাস অ্যাকুয়েটিক সেন্টারে অনুষ্ঠিত ওই হিটে ২৮.৪৫ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন সিসিলি দ্বীপপুঞ্জের সাঁতারু থেরেসে সুকুপ। ২৮.৬৮ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হয়েছেন জিব্রাল্টার ক্রিস্টিয়ানা লিনারেস। আগামীকাল মহিলাদের ৫০ মিটার বাটারফ্লাইয়ে ফের পুলে নামবেন নাজমা।
একই ভেন্যুতে অনুষ্ঠিত পুরুষদের ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে তিন নম্বর হিটে প্রতিদ্বন্দ্বিতায় নেমে ৭ জনের মধ্যে সর্বশেষ অবস্থানেই থেকে গেছেন বাংলাদেশের আরেক সাঁতারু মো. আরিফুল ইসলাম। ১ মিনিট ৭.৫১ সেকেন্ড সময় নিয়েছেন নিকলীর (কিশোরগঞ্জ জেলা) এই সাঁতারু। উত্তর আয়ারল্যান্ডের জেমি গ্রাহাম ডিসকোয়ালিফাই হওয়ায় ৮ জনের দলটি ৭ জনের দলে পরিণত হয়েছিল। এই হিটে ১ মিনিট ০.২৯ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন স্বাগতিক অস্ট্রেলিয়ার জ্যাক প্যাকার্ড। ০.৬১ সেকেন্ড বেশি সময় নিয়ে দ্বিতীয় হয়েছেন স্কটল্যান্ডের রস মার্ডক।
হিট শেষে বাংলাদেশের কৃতি দুই সাঁতারুই অপ্রতুল সুযোগ-সুবিধার কথা উল্লেখ করে বলেন, এখানকার মতো সুবিধায় অনুশীলন করার সুযোগ তারা পান না। ফলাফল আরো ভাল হতে পারতো উল্লেখ করে তারা বলেন, দেড় মাস ধরে তারা কোরিয়ান কোচের অনুশীলন থেকে বঞ্চিত ছিলেন। যে কারণে ফলাফল বেশি খারাপ হয়েছে। অন্যথায় আরো একটু ভাল করা যেত। বাসস