নিকলীতে একই সাথে দম্পতির মৃত্যুতে শোকের ছায়া

নিজস্ব প্রতিবেদক ।।

নিকলী সদর ইউনিয়নের বড়পুকুরপাড়ের আনফর আলী (আদমদি) (৯৫) এবং তাঁর স্ত্রী সরলা বেগম (৯০) শনিবার (৭ এপ্রিল) নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহি রাজিউন।

শতবর্ষী (আনুমানিক) আনফর আলী গতকাল শনিবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় নিকলী সদর ইউনিয়নের নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তার মৃত্যুর ২-৩ ঘণ্টার ব্যবধানে স্ত্রী সরলা বেগমও মৃত্যুর কোলে ঢলে পড়েন। দু’জনই দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন।

জানা যায়, সপ্তাহখানেক আগে বার্ধক্যজনিত অসুস্থতায় আনফর আলী জ্ঞান হারান। একই দিনে কিছু সময়ের ব্যবধানে সরলা বেগমও জ্ঞান হারান। দাম্পত্য জীবন থেকে শুরু করে জীবনের শেষ পর্যন্ত একসাথে অসুস্থতা এবং একই দিনে মৃত্যুবরণ করায় এলাকার মানুষের কাছে সম্পর্কটি বিশেষ গুরুত্ব পায়।

আমরণ সফল জুটি হিসেবে চলে আসা এই দম্পতির একমাত্র সন্তান হাজি ফজর আলী নিকলী উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ। বাবা-মায়ের মৃত্যুতে তাদের রূহের মাগফিরাত কামনায় তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

গতকাল শনিবার (৭ এপ্রিল) আসর নামজের পর মৃত আনফর আলী এবং মাগরিব নামাজের পর সরলা বেগমের জানাজা শেষে দরগাহ হাটি গোরস্থানে তাঁদের দাফন করা হয়।

সফলতম এই দম্পতির মৃত্যুতে শোক জানিয়েছে নিকলী উপজেলাকেন্দ্রিক প্রথম অনলাইন সংবাদমাধ্যম। সেই সাথে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছে।

Similar Posts

error: Content is protected !!