মাহমুদ আল আজাদ, হাটহাজারী প্রতিনিধি ।।
হাটহাজারী পৌরসভার আলমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে সোমবার (৯ এপ্রি) মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক হোসেন মো: মনসুর আলী।
এতে অতিথি হিসাবে বক্তব্য রাখেন অভিভাবক সরোয়ার জাহান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষক এম এ সালাম, মো: লোকমান, সৈয়দা ফয়জিয়া নাছরিন ও রোকেয়া বেগম প্রমুখ।
মা সমাবেশে শতাধিক মা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন সন্তানদের শিক্ষিত করে গড়ে তুলতে মায়ের ভূমিকা অপরীসীম। তাই তাদেরকে সব সময় সন্তানের প্রতি খেয়াল রাখতে হবে।