সংবাদদাতা ।।
উপজেলা পর্যায়ে ৪৪তম আন্তঃস্কুল মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া অনুষ্ঠান ১৯ আগস্ট বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। নিকলী উপজেলার ৭টি ইউনিয়নের ১০টি মাধ্যমিক, নিম্মমাধ্যমিক ও ৫টি দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। কাবাডি, ফুটবল, সাঁতার ও হ্যান্ডবলসহ বিভিন্ন ইভেন্টে ইউনিয়ন পর্যায়ে খেলা বাছাই পর্ব শেষ হয়েছে। শনিবার ২২ আগস্ট থেকে উপজেলা পর্যায়ে চূড়ান্ত বাছাই খেলা শুরু হয়েছে। আগামী সোমবার ২৪ আগস্ট উপজেলা পর্যায়ে খেলা সমাপ্ত হবে।