কুয়েতে ফ্রি চা আপ্যায়নকারী এক বাংলাদেশির গল্প

আমাদের নিকলী ডেস্ক ।।

নিজের বাসায় চা বানিয়ে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথিদের বিনা পয়সায় আপ্যায়ন করা তার শখ। কুয়েত প্রবাসী এ বাংলাদেশি ইতোমধ্যে তার এ কাজের জন্য কমিউনিটি ও স্থানীয়দের মধ্যে পরিচিতি পেয়ে গেছেন।

কুয়েতে ফ্রি চা আপ্যায়নকারী মোহাম্মদ আশরাফ

তার নাম মোহাম্মদ আশরাফ (৪৫)। দেশের বাড়ি কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী থানার শিলিগুড়ি ইউনিয়নে।

স্ত্রী ও ৫ ছেলে নিয়ে আশরাফ কুয়েতের জাবরিয়া এলাকায় ২৪ বছরেরও বেশি সময় ধরে বসবাস করছেন।

আশরাফ বলেন, “আমি কুয়েতের সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠান, কমিউনিটি ও দূতাবাসসহ প্রতিটি অনুষ্ঠানে নিজ খরচে চা ও নানা রকমের পিঠা খাওয়াতে পারলে এক ধরনের আত্মতৃপ্তি পাই।”

এ কাজে আর কোনো উদ্দেশ্য আছে কিনা? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, “যদি আমি মানুষকে খাওয়াতে পারি, মানুষের সঙ্গে ভালোভাবে চলতে পারি তাহলে মানুষ আমার জন্য দোয়া করবে। ছুটির দিনগুলোতে আমার এ কাজ করতে ভালো লাগে।”

কুয়েতে বসবাসরত প্রায় তিন লাখ বাংলাদেশি নিয়ে সুন্দর একটি প্রবাস জীবনের স্বপ্ন দেখেন বলে জানালেন আশরাফ।

প্রবাসীরা জানান, নিজের ঘরে তৈরি করা চা-পিঠা বিভিন্ন অনুষ্ঠানে পরিবেশন করে অতিথি আপ্যায়নে সাড়া ফেলেছেন আশরাফ। একেবারেই নিঃস্বার্থভাবে করা এ কাজের প্রশংসা এখন কুয়েত প্রবাসী বাংলাদেশিদের মুখে মুখে।

কুয়েতে ফ্রি চা আপ্যায়নকারী মোহাম্মদ আশরাফ

সূত্র : কুয়েতের চিঠি: চা আপ্যায়নকারী এক বাংলাদেশি  [বিডি নিউজ, ৬ এপ্রিল ২০১৮]

Similar Posts

error: Content is protected !!