জালালপুরের তানভীর মানিকখালি থেকে হারিয়ে গেছে

নিজস্ব প্রতিবেদক ।।

তানভীর নামে ১৪ বছরের এক কিশোর গত রোববার কটিয়াদী উপজেলার মানিকখালি থেকে হারিয়ে গেছে। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিলো লাল গেঞ্জি ও জিন্সের প্যান্ট। মাথা ন্যাড়া করা।

হারিয়ে যাওয়া তানভীরের বাবার নাম কামরুল, মা তাসলিমা। তার বাড়ি নিকলী উপজেলার কারপাশা ইউনিয়নের জালালপুরে। পরিবারের পক্ষে জানানো হয়েছে, তানভীরের ব্রেনগত কিছু সমস্যা রয়েছে।

সন্ধান চেয়েছেন তানভীরের বাবা কামরুল। প্রয়োজনে ০১৮৭৯২২৯৫৮৫, ০১৯৯৩৮৯৬৪৫৮।

হারিয়ে যাওয়া তানভীর

Similar Posts

error: Content is protected !!