ভারতের শীর্ষ আলেম কাসেমীর ইন্তেকালে হেফাজতের শোক

মাহমুদ আল আজাদ, হাটহাজারী প্রতিনিধি ।।

দারুল উলূম ওয়াকফ দেওবন্দের মুহতামিম, ক্বারী তৈয়ব সাহেব রহ.-এর সুযোগ্য ছাহেবযাদা আল্লামা সালেম কাসেমী রহ.-এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর, শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী এবং হেফাজত মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী।

শনিবার (১৪ এপ্রিল) এক যৌথ শোকবাণীতে নেতৃদ্বয় বলেন, একজন আলেমের মৃত্যু মানে একটি জাহানের মৃত্যু। তিনি দারুল উলূম দেওবন্দের প্রতিষ্ঠাতা, হুজ্বাতুল ইসলাম আল্লামা কাসেম নানুতবী-এর নাতী দীর্ঘ ৫৫ বছরের মুহতামিম হাকিমুল ইসলাম আল্লামা কারী তৈয়ব সাহেব রহ.-এর সুযোগ্য ছাহেবযাদা ছিলেন আল্লামা। তিনি দীর্ঘদিন দারুল উলূম দেওবন্দের সিনিয়র উস্তাদ এবং মুহাদ্দিস ছিলেন। পরে দারুল উলূম (ওয়াকফ) দেওবন্দের মুহতামিম নিযুক্ত হন।

শনিবার বিকেল চারটার দিকে তিনি ইন্তেকাল করেন। তাঁর মতো একজন বিদগ্ধ আলেমের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আল্লাহ তা’আলা তাঁকে জান্নাতুল ফেরদাউস দান করুন।

আল্লামা সালেম কাসেমী

Similar Posts

error: Content is protected !!