নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও পরিবেশবাদী মানবাধিকার সংগঠন ‘নির্ভীক’-এর প্রতিষ্ঠাতা এটিএম কামালের মা প্রবীণ নারী নেত্রী শাহানা খানম চৌধুরী কান্নাজড়িত কণ্ঠে বলেন, উন্নত চিকিৎসার জন্য বিদেশে গিয়েও আমার ছেলে এটিএম কামাল তোমাদের কথা ভুলে নাই। প্রতিবছরই সবাইকে নিয়ে সে বর্ষবরণ আয়োজন করে থাকে।
নারায়ণগঞ্জের শিশুদের জন্য পার্ক, নিরাপদ সড়ক, দূষণমুক্ত শীতলক্ষ্যা এগুলো নিয়েই এটিএম কামাল সারাটি জীবন কাজ করে গেছে।
তিনি আরো বলেন, আজ তোমাদের সাথে সময় কাটাবো, আনন্দ করবো কিন্তু এই পরিস্থিতির মধ্যে আমার আসতে হবে কখনো ভাবিনি। তোমরা আমার ছেলে তোমাদের প্রিয়জন এটিএম কামালের জন্য দোয়া করো যাতে সুস্থ হয়ে ভবিষ্যতে আবার সে তোমাদের মাঝে ফিরে সকলকে নিয়ে বর্ষবরণ উৎসব করতে পারে।
১৪২৫ বাংলা বর্ষবরণ উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে নির্ভীক-এর বর্ষবরণ উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শনিবার (১৪ এপ্রিল) সকালে চাষাড়া শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে শিশুদের জন্য ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজন করে পরিবেশবাদী মানবাধিকার সংগঠন ‘নির্ভীক’ নারায়ণগঞ্জ আঞ্চলিক কমিটি।
নির্ভীক আঞ্চলিক কমিটির প্রধান সমন্বয়ক মাকিদ মোস্তাকিম শিপলুর সভাপত্বিতে অনুষ্ঠানে এ সময় আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিউলি আক্তার, মোঃ জাহাঙ্গীর হোসেন, নির্ভীক সমন্বয়ক তাইফুর হক নাবিন, মোঃ আরিফ, মোঃ রতন, নাহিন মোজতাবা ও শিশুদের অভিভাবকবৃন্দ। বিজ্ঞপ্তি