আজিজুল হক বিপুল, মহাস্থান (বগুড়া) প্রতিনিধি ।।
বগুড়ার রূপালী ব্যাংক বাংলাদেশ লিমিটেড মহাস্থানগড় শাখা ব্যবস্থাপক জোবায়েনুর রহমান কয়েক কোটি টাকা হাতিয়ে উদ্ধাও হন। নিখোঁজ থাকার ২ মাস পর র্যাব-১২ বগুড়ার ক্যাম্প সদস্যরা শুক্রবার (১৩ এপ্রিল) শরিয়তপুর থেকে তাকে আটক করে বগুড়ায় নিয়ে আসে।
এর আগে রূপালী ব্যাংক বগুড়ার মহাস্থানগড় শাখার ব্যবস্থাপক জোবায়েনুর রহমান ৪ ফেব্রুয়ারি সকাল ১১ টার পর থেকে নিখোঁজ থাকার ঘটনায় বগুড়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল। ব্যাংকের প্রিন্সিপাল অফিসার আব্দুল মজিদ মণ্ডল বাদী হয়ে বগুড়া সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
ডায়েরিতে ব্যাংক ব্যবস্থাপক নিখোঁজ রয়েছেন বলে উল্লেখ করা হয়েছে। নিখোঁজের আগে তিনি চা খাওয়ার কথা বলে ব্যাংক থেকে বের হয়ে যান। এরপর থেকে তিনি প্রায় ২ মাসেরও বেশি সময় নিখোঁজ ছিলেন। রূপালী ব্যাংক মহাস্থান শাখার ব্যবস্থাপক জোবায়েনুর রহমান বগুড়ার সোনাতলা উপজেলার আগুনিয়াতাইর গ্রামের মনতেজার রহমানের পুত্র।
র্যাব-১২ বগুড়া ক্যাম্প থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শরিয়তপুর থেকে তাকে আটক করার পর বগুড়া ক্যাম্পে নেয়া হয়েছে। তাকে জ্ঞিজ্ঞাসাবাদ করা হচ্ছে।