মহাস্থান (বগুড়া) প্রতিনিধি ।।
বগুড়া সদর উপজেলার লাহিরীপাড়া ইউনিয়নে ২২টি গ্রামে সাড়ে ৩০ হাজার লোকের বাস। অত্র ইউনিয়নের মাঝখান দিয়ে মহাসড়কের হাতিবান্দা-পীরগাছা রাস্তা। এই রাস্তার উত্তরে ১১ গ্রাম, দক্ষিণে ১১ গ্রাম। উত্তরে ২টি উচ্চ বিদ্যালয়, ১টি দাখিল মাদ্রাসা, ৬টি প্রাথমিক বিদ্যালয়, ১টি এবতেদায়ী মাদ্রাসা। ১টি কেজি স্কুল, ২টি কমিউনিটি ক্লিনিক, ৭টি ইটভাটা, ২৭টি মসজিদ ও ৬টি মন্দিরসহ ১টি মাত্র পাকা রাস্তা; বাকি সবগুলো রাস্তা কাচা।
দক্ষিণে ৩টি উচ্চ বিদ্যালয়, ২টি দাখিল মাদ্রাসা, ৫টি প্রাথমিক বিদ্যালয়, ২টি হাফেজিয়া মাদ্রাসা, ৪টি কেজি স্কুল, ১টি কমিউনিটি ক্লিনিক, ২৫টি মসজিদ ও ৪টি মন্দিরসহ ৪টি পাকা রাস্তা বিদ্যমান। তুলনামুলক ভাবে দক্ষিণ লাহিরীপাড়া থেকে উত্তর লাহিরীপাড়ায় উন্নয়ন অনেক কম। রাস্তায় ইট বিছানোর কাজও উত্তর লাহিরীপাড়ায় কম।
কারণ হিসাবে জানা যায়, কোন জনপ্রতিনিধি বা প্রশাসনের লোক জেলা সদর থেকে দক্ষিণের ১১ গ্রাম পার হয়ে লাহিরীপাড়া ইউনিয়ন পরিষদ বা পীরগাছা বন্দরে এসে ইউপি চেয়ারম্যানের সাথে পরামর্শ করে চলে যান। স্বল্প সম্পদ সুষ্ঠু বণ্টন না হওয়ায় উত্তর লাহিরীপাড়া উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছে। বিশেষ করে উত্তর লাহিরীপাড়ার মহাসড়কের চন্ডিহারার পাকুরতলা থেকে মধুমাঝিড়া কমিউনিটি ক্লিনিক হয়ে রায়মাঝিড়া পাকা রাস্তা পর্যন্ত রাস্তাটি পাকা না হওয়ায় এলাকার জনগণকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয় একটি পত্রিকায় এই রাস্তার খবর দেখে কিছুদিন আগে বগুড়া জেলা ও সদর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এই রাস্তাটি পাকাকরণের ব্যবস্থা করার জন্য একটি সভায় ঘোষণা দেন। এলাকাবাসী সরেজনিনে পরিদর্শন করে রাস্তাটি দ্রুত পাকাকরণের জন্য সংশিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে।