আমাদের নিকলী ডেস্ক ।।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের “জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি” গঠন করা হয়েছে।
এই কমিটির তত্ত্বাবধানেই আওয়ামী লীগের নির্বাচনী কার্যক্রম পরিচালিত হবে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।
দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই কমিটির চেয়ারম্যান করা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।
অন্যরা হলেন : কো-চেয়ারম্যান হোসেন তওফিক (এইচটি) ইমাম এবং সদস্য সচিব ওবায়দুল কাদের।
কমিটিতে সদস্য হিসেবে থাকবেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকরা।
সূত্র : শেখ হাসিনার নেতৃত্বে আ. লীগের নির্বাচন পরিচালনা কমিটি [চ্যানেল আই অনলাইন, ১৬ এপ্রিল ২০১৮]