আমাদের নিকলী ডেস্ক ।।
কটিয়াদী উপজেলার চান্দপুর কোনাপাড়া গ্রামে পুলিশের অবসরপ্রাপ্ত আরআই নূরুজ্জামানের এক ছেলের ছুরিকাঘাতে অপর ছেলে খুন হয়েছে। শুক্রবার (২০ এপিল) বিকাল ৫টার দিকে চান্দপুর কোনাপাড়া গ্রামের বাড়িতে পারিবারিক কলহের জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা নূরুজ্জামানের ছেলে বিপ্লব (৪০) তার ছোটভাই সিএনজিচালক মাসুককে (৩০) উপর্যুপরি ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই বিপ্লব মারা যায়। নিহত বিপ্লব ভাড়ায় নিজের মাইক্রোবাস চালাতো।
কটিয়াদী থানার ওসি মো. জাকির রব্বানী হত্যাকাণ্ড ঘটার কথা স্বীকার করে এলাকায় পুলিশ পাঠিয়েছেন বলে জানিয়েছেন।
সূত্র : কটিয়াদীতে পুলিশ কর্মকর্তার এক ছেলের হাতে অপর ছেলে খুন [কিশোরগঞ্জ নিউজ, ২০ এপ্রিল ২০১৮]