কিশোরগঞ্জের আবদুল করিমের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

আমাদের নিকলী ডেস্ক ।।

রাষ্ট্রপতি এম আবদুল হামিদ কিশোরগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ আবদুল করিমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তার বয়স হয়েছিল ৮৩ বছর।

শুক্রবার (২০ এপ্রিল) রাষ্ট্রপতি এক শোকবার্তায় মরহুম করিমের আত্মার শান্তি ও রুহের মাগফিরাত কামনা করেন। করিম শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব এম জয়নাল আবেদীন শুক্রবার সন্ধ্যায় বাসসকে জানান, করিম দীর্ঘদিন ধরে দুরারোগ্য ক্যান্সারে ভুগছিলেন।

রাষ্ট্রপতি হামিদ মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধে তার অবদানের কথা স্মরণ করে রাষ্ট্রপতি হামিদ বলেন, করিম কিশোরগঞ্জের নিরালা হোটেলে আশ্রয় নেয়া মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী শিক্ষার্থীদের সর্বাত্মক সহযোগিতা দিয়েছেন।

রাষ্ট্রপতি আরো বলেন, কিশোরগঞ্জের জনগণ তাকে আজীবন স্মরণ রাখবে। বাসস

কিশোরগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক নিহত আবদুল করিম

Similar Posts

error: Content is protected !!