নিজস্ব প্রতিবেদক ।।
তরুণ লেখকদের নিয়ে সৃজন সাহিত্য সংগঠনের প্রথম “সৃজন সাহিত্য আড্ডা” ও “একুশে সৃজন” যৌথ কাব্য সংকলনের মোড়ক উন্মোচন ২০ এপ্রিল সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়ার কাউতলীস্থ ক্যাফে বাইজিদ-এর উপর তলায় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট লেখক, কবি ও লোকসাহিত্য গবেষক মহিবুর রহিম।
সংগঠনের সভাপতি “একুশে সৃজন”-এর সম্পাদক সৈয়দ মোনাব্বির আহমেদ তননের উপস্থাপনায় আতিকুর রহমানের কণ্ঠে কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। স্বরচিত কবিতা পাঠ করেন কবি মহিবুর রহিম, কবি কামরুজ্জামান, কবি ও বাচিকশিল্পী রাকিবুল ইসলাম শুভ, কবি ও প্রাবন্ধিক রহমান মাজিদ, কবি মনিরুজ্জামান সি.পি, সংগঠনের সাংগঠনিক সম্পাদক রিয়াজুল মোর্সেদ মোয়াজ, আতিকুর রহমান, মোঃ জামাল উদ্দিন, সুহাইল সাদী, আমানুল্লাহ, তোফায়েল আহমদ।
এছাড়া উপস্থিত ছিলেন সৈয়দ মিসবাহ উদ্দিন, মোঃ জাকির আইমান সহ সংগঠনের সদস্যবৃন্দ। সৃজন সাহিত্য আড্ডা ধারাবাহিকভাবে চালিয়ে যেতে সবাই একমত পোষণ করেন।
স্বাগত বক্তব্যে সংগঠনের সভাপতি সৈয়দ মোনাব্বির আহমেদ তনন বলেন, ২০১৪ সালের ২৬ সেপ্টেম্বর সংগঠনটির আত্মপ্রকাশ হলেও অসংগঠিতভাবে সংগঠনের কার্যক্রম চলে আসছে। তবে বর্তমান সময়ে এর অগ্রগতি বৃদ্ধির লক্ষে সকলের সহযোগিতা ও অংশগ্রহণ প্রত্যাশা করেন। সাহিত্য আড্ডার মাধ্যমে “একুশে সৃজন” যৌথ কাব্য সংকলনের মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে সভাপতির আলোচনায় কবি মহিবুর রহিম বলেন, লেখতে হলে আমাদের পড়তে হবে। সাহিত্যচর্চার জন্যে পড়ার কোনো বিকল্প নেই। সাহিত্যচর্চা একটি কঠোর সাধনার বিষয়। এর জন্যে পুরোপুরি আত্মনিয়োগ করতে হবে। সমসাময়িক লেখকদের লেখা পড়তে হবে। সাহিত্য আড্ডাগুলো সাহিত্যচর্চারই অনুষঙ্গ। নিয়মিত সাহিত্য আড্ডা সাহিত্যচর্চাকে বেগবান করে। তিনি সাহিত্য আড্ডাটি নিয়মিতভাবে চালিয়ে নেয়ার পরামর্শ দেন।