বিস্ময় ভাবনা

বিস্ময় ভাবনা
শিবলী

 

আমি কথা বলেছি ঘরের চেয়ারের সাথে, দেয়ালের সাথে,
নক্ষত্র এবং অন্ধকারের সাথে। আমি শূণ্যের সাথে তর্ক-বিতর্ক
করেছি, আমি এমন কিছুর সাথে প্রেম করেছি যার আসলে
কোন অস্তিত্ব নেই। আর সব শেষে আমি আনন্দ খুঁজে পেলাম
আমার সম্পূর্ণ নিঃশেষ হয়ে যাওয়ার মধ্যে। যে নিয়ম দিয়ে
পৃথিবী চলে এমনকি সূর্যোদয় আর সূর্যাস্তও ব্যর্থ
হয়ে গেছে। এরপর আমি কিভাবে অফিসের ফাইল নিয়ে
ঘাটাঘাটি করতে পারি, অথবা ঘরের খরচপাতি নিয়ে আলোচনা
করতে পারি, ভাবতে পারি?

আমি আমার বেড়ালটাকে বলেছি, যে আমার পা চাটছিল,
শোনো- তোমার কথাই আমার আদেশের মত। আমি আবেগ
আর অনুভূতিপূর্ণ এই অস্থায়ী আবাস ছেড়ে যাবো।
যেটা সবসময় আমাকে বিরক্ত করছে আর বাধা দিচ্ছে।

কোন শান্তি নেই যদিনা পিরামিডের চূড়ায় দাঁড়িয়ে নাচানাচি করা যায়,
কিংবা অনেক উঁচুতে ঝুলন্ত কোন ব্রিজ থেকে লাফিয়ে নীলনদের
একেবারে গভীরে পড়ে যাওয়া যায়-রোম আগুনে পুড়ে
গিয়েছিল তার প্রবল প্রেমানুভূতির কারণে। নিরোর জন্যে নয়।

এভাবেই পৃথিবী ভূমিকম্পে কেঁপে উঠেছে আর আগ্নেয়গিরির
লাভা বিদীর্ন হয়ে ফেটে বের হচ্ছে।

আর আমি অবাক হয়ে ভাবছি– তুমি আমার গলা
স্বরটা ভুলে যাচ্ছো!

Similar Posts

error: Content is protected !!