হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় ঝরে গেল এক প্রাণ

মাহমুদ আল আজাদ, হাটহাজারী প্রতিনিধি ।।

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় ইসমাঈল (২৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ৫ জন। রোববার রাত ৯টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ মুসাবিয়া দরবার গেইটের দক্ষিণ পাশে কবরস্থান সংলগ্ন এলাকায় টেম্পু ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী বরাতে জানা যায়, হাটহাজারী–নাজিরহাট মহাসড়ক ফরহাদাবাদ এলাকায় রাত ৯টার দিকে একটি অটোরিক্সা যাত্রী নিয়ে যাচ্ছিল। অপরদিকে একটি অটোটেম্পু বিপরীত দিক থেকে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি অটোরিক্সার সাথে সংঘর্ষ হলে ঘটনাস্থলে একজন নিহত হয় ও ৫ জন আহত হয়।

নিহত ইসমাঈল রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের আব্দুল মালেকের পুত্র বলে জানা গেছে। আহতরা হচ্ছেন- মোঃ সুজা চৌধুরী, পিতাঃ শফিউল আলম চৌধুরী, আজিমপুর, ফটিকছড়ি; রোকেয়া বেগম (৪৪), স্বামী ফজল আমিন, রাঙ্গামাটিয়া, ফটিকছড়ি; রাশেল (২২), পিতাঃ ইউসুফ আলী, অক্সিজেন, চট্টগ্রাম; রাসেদ (২৫), পিতাঃ হামদু মিয়া, মিয়াজী পাড়া, হাটহাজারী; বাবু (১৭), পিতা আব্দুল মান্নান, সুবাদার পুকুর পাড়, হাটহাজারী।

হতাহতদের স্থানীয়রা দ্রুত উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে দ্রুত চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Similar Posts

error: Content is protected !!