কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি ।।
“খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথাও ভাবুন” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কিশোরগঞ্জের কটিয়াদীতে শুরু হয়েছে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০১৮। এ উপলক্ষে আজ (২৩ এপ্রিল) সোমবার সকাল ১০টায় একটি র্যালি কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক আলোচনা সভার আয়োজন করা হয়। র্যালি ও সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান আব্দুল ওয়াহাব আইন উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান কেয়া উপস্থিত ছিলেন।
মেডিকেল অফিসার ডাঃ শামীম মিয়ার সভাপতিত্বে আয়োজিত র্যালি ও সভায় উপজেলার সকল স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারী, অফিস সহকারী, কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) সহ সকল কর্মকর্তা, কর্মচারি এ সময় উপস্থিত ছিলেন। ২৩ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত এই পুষ্টি সপ্তাহ চলবে।