কারার ইমরান মাহাদী নিয়ন, নিজস্ব প্রতিনিধি ।।
মৌসুমী ফল তরমুজ ও কাঁঠাল উঠেছে নিকলীর বাজারগুলোতে। গত শনিবার (২১ এপ্রিল) তৃতীয়বারের মতো তরমুজ আসলেও কাঁঠালের চালান এসেছে প্রথমবারের মতো।
ফলগুলো আসে ঢাকার যাত্রাবাড়ী ও বাদামতলী ফলের আড়ত থেকে। বাংলা সনের প্রথম দিন পহেলা বৈশাখকে সামনে রেখে নিকলীর মৌসুমী ফল ব্যবসায়ীরা প্রথম চালানে নেন তরমুজ। তখন আবহাওয়া ও ক্রেতাসাধারণের চাহিদার ফলে ভালোই ব্যবসায় হয়।
সফল ব্যবসায়ের ধারাবাহিকতায় নেন দ্বিতীয়বার; তখনও ব্যবসায় ভালো পান। কিন্তু বিপত্তি ঘটে তৃতীয় চালানে তরমুজ নিয়ে। সর্বশেষ তারা ১২০ টাকা গড়ে ৩ লাখ ৬০ হাজার টাকায় তিন হাজার তরমুজ কেনেন। ঘন ঘন বৃষ্টির কারণে মাত্র দেড় লাখ টাকার তরমুজ বিক্রি করেন। এরই মধ্যে পচন ধরেছে তরমুজে। চিন্তার ভাঁজ স্পষ্ট ব্যবসায়ীদের কপালে।
নিকলী পাইকারি ফল ব্যবসায়ী টিক্কলহাটির মো: আওয়াল মিয়া এবং পূর্বগ্রাম চামারটুলার মো: জাকির হোসেন। দীর্ঘদিন যাবত এই ব্যবসায়ের সাথে তারা যুক্ত রয়েছেন। তরমুজের চালান সম্পর্কে জানালেন টিক্কলহাটির মো: আওয়াল মিয়া, “তিনবার তরমুজ আনচি। দুইবার বালই লাভ পাইছি। এইবারের চালানডা শেষ কইরালচে। অনেক তরমুজ পইচ্চা গ্যাচে। ভাগ্যে নাই, কী আর করি!”
দেশের দক্ষিণ প্রান্তের রাঙামাটি থেকে টিক্কলহাটির ব্যবসায়ী উমেদ আলী ও দরগাহাটির ইসমাইল এনেছেন জাতীয় ফল কাঁঠাল। আশার কথা শোনালেন তারা। বললেন, গরমের মাঝে বৃষ্টি হওয়ায় বাজারে ভালোই কাটতি রয়েছে কাঁঠালের। গতকাল রাতে (সোমবার, ২৩ এপ্রিল দিবাগত রাতে) নিয়ে আসা প্রতিটি কাঁঠাল সাইজ অনুযায়ী ১০০ থেকে ২৫০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।