হাটহাজারীতে ১শত লিটার চোলাইমদ সহ আটক ১

মাহমুদ আল আজাদ, হাটহাজারী প্রতিনিধি ।।

চট্টগ্রামের হাটহাজারীতে ১শত লিটার চোলাইমদ সহ মাহবুব আলম (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে মডেল থানা পুলিশ। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে সুবেদার পুকুর পাড় এলাকা থেকে আটক করা হয় তাকে। এসময় তার কাছ থেকে দেশীয় তৈরি ১শত লিটার চোলাই মদ উদ্ধার করে। আটককৃত মাহবুব আলম পূর্ব ফটিকা মৃত আবদুস সালামের পুত্র।

অভিযান পরিচালনাকারী পুলিশ উপ-পরিদর্শক আনিস আল মাহমুদ জানান, এএসআই ফরিদ ও এএসআই শাহ পরাণ সঙ্গীয় ফোর্স নিয়ে সদর এলাকার পূর্ব ফটিকা সুবেদার পুকুর পাড় সিকদার জামালের ভাড়া বাসা থেকে দেশীয় তৈরি ১শত লিটার চোলাইমদ সহ আটক করে। সে দীর্ঘদিন মাদক বিক্রির সাথে জড়িত। এর আগেও কয়েকবার মাদক নিয়ে আটক হয়েছে। সে একজন পেশাদার মাদক বিক্রেতা বলেও তিনি জানান। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে। আগেও তার বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে থানায়।

থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর আটকের সত্যতা স্বীকার করে বলেন, মাদকসহ আটক হওয়া ব্যক্তিকে মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

Similar Posts

error: Content is protected !!