ভৈরব ও কুলিয়ারচরে ট্রেনে কাটা পড়ে দুই নারীর মৃত্যু

আমাদের নিকলী ডেস্ক ।।

কিশোরগঞ্জের ভৈরব ও কুলিয়ারচরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের দুই নারীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে ভৈরব রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ জানান, লাশ দুটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পৃথক দুটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, মঙ্গলবার (২৪ এপ্রিল) সকাল ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেলপথের ভৈরবের ভৈরবপুর মনামরা ব্রিজের কাছে ট্রেনে কাটা অজ্ঞাতপরিচয় এক নারীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। এ সময় তারা পুলিশকে খবর দিলে দুপুর ১২টার দিকে ভৈরব রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

অপরদিকে একই দিন বিকেল ৪টার দিকে ঢাকা-ভৈরব-ময়মনসিংহ রেলপথের কুলিয়ারচরের ছয়সূতি স্টেশন সংলগ্ন এলাকায় অজ্ঞাত পরিচয় এক নারীর খণ্ড-বিখণ্ড দেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

ভৈরবে ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যুর পর লাশ উদ্ধার করে প্রাথমিকভাবে স্টেশনের প্লাটফর্মে রাখা হয়। ছবি : এনটিভি

সূত্র : কিশোরগঞ্জে ট্রেনে কাটা পড়ে দুই নারীর মৃত্যু  [এনটিভি অনলাইন, ২৪ এপ্রিল ২০১৮]

Similar Posts

error: Content is protected !!