প্রেমের ফাঁদ, ৩ সন্তানের জনক ধর্ষণের অভিযোগে গ্রেফতার

সংবাদদাতা ।।
এক কিশোরীকে অপহরণের পর ধর্ষণ করা হয়েছে অভিযোগে সোমবার ৩১ আগস্ট সন্ধ্যায় ৩ সন্তানের জনক আব্দুল হোসেন (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার ও ধর্ষিতা মোছাঃ হাদ্দুননেছাকে (১৫) উদ্ধার করেছে নিকলী থানা পুলিশ।
এলাকাবাসী ও থানা সূত্রে জানা গেছে, গত শুক্রবার নিকলী উপজেলার সিংপুর ইউনিয়নের ভাটিবরাটিয়া গ্রামের রুছতম আলীর মেয়ে মোছাঃ হাদ্দুননেছাকে একই ইউনিয়নের শান্তিপুর গ্রামের মনার ছেলে আব্দুল হোসেন বিয়ের প্রলোভন ও ফুসলিয়ে নিয়ে পালিয়ে যায়। বহু খোঁজাখুজির পর শান্তিপুর গ্রামের আতিকের বাড়ির একটি বসতঘরে মেয়েটিকে আটকে রাখা হয়েছে বলে খবর পাওয়া যায়। এ ব্যাপারে মেয়ের বাবা রুছতম আলী বাদি হয়ে নিকলী থানায় অপহরণ ও ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করেন। গোপন সংবাদের ভিত্তিতে এএসআই মোবারক হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে আব্দুল হোসেনকে গ্রেফতার ও ধর্ষিতা মোছাঃ হাদ্দুননেছাকে উদ্ধার করেন।
মঙ্গলবার ১ সেপ্টেম্বর আব্দুল হোসেনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ধর্ষিতা নাবালিকাকে আদালতে জবানবন্দীর জন্য ও তার মেডিকেল পরীার জন্য কিশোরগঞ্জ পাঠানো হয়েছে।

atok_2
উল্লেখ্য, গত ৩০ আগস্ট রোববার নোটারী পাবলিক অব বাংলাদেশ, কিশোরগঞ্জ-এর মাধ্যমে তারা এফিডেভিট মূলে ১,০০,০০০/= (এক লাখ) টাকা দেনমোহর ধার্য্য করে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!