বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি

আমাদের নিকলী ডেস্ক ।।

বাংলাদেশ সেনাবাহিনীতে ‘সৈনিক’ পদের বিভিন্ন পেশাসমূহে কিছুসংখ্যক জনবল নিয়োগ করা হবে। জেলাভিত্তিক নির্ধারিত তারিখে আগ্রহী পুরুষ প্রার্থীদের বিভিন্ন আর্মস/ সার্ভিসেস সেন্টারে উপস্থিত থাকতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, প্রার্থীর বয়স ২২ জুলাই ২০১৮ তারিখে ১৭ থেকে ২০ বছর (এফিডেভিট গ্রহণযোগ্য নয়) হতে হবে। এসএসসি ও সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ-২.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে।

বিজ্ঞপ্তিটির বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন

নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রার্থীকে অবশ্যই সাঁতার জানতে হবে। এছাড়া, শিক্ষাগত যোগ্যতার মূল সনদ ও নম্বরপত্র, সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেয়া নাগরিকত্ব ও চারিত্রিক সনদপত্র, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রশংসাপত্র, চেয়ারম্যান কর্তৃক সত্যয়িত অভিভাবকের সম্মতিপত্র, সেনাসদর, এজি শাখা, পিএ পরিদপ্তর-এর নামে সোনালী ব্যাংক, ঢাকা সেনানিবাস কর্পোরেট শাখা-এর অনুকূলে ২০০/- টাকার পে-অর্ডার/ ব্যাংক ড্রাফট, সদ্যতোলা পাসপোর্ট সাইজের ৬ কপি এবং স্ট্যাম্প সাইজের ২ কপি সত্যয়িত ছবি, সাঁতার পরীক্ষার জন্য প্রয়োজনীয় পোশাক এবং লিখিত পরীক্ষার জন্য কলম, পেন্সিল ও স্কেল ইত্যাদি ভর্তির সময় প্রার্থীকে সাথে আনতে বলা হয়েছে।

সূত্র : বিডি জবস

Similar Posts

error: Content is protected !!