আমাদের নিকলী ডেস্ক ।।
আগামীকাল শুক্রবার (২৭ এপ্রিল) অনুষ্ঠিতব্য বাংলাদেশ ব্যাংকের অফিসার (জেনারেল) পদের নিয়োগ পরীক্ষার কেন্দ্র পরিবর্তন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ (২৬ এপ্রিল) এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, শুক্রবার অনুষ্ঠিতব্য বাংলাদেশ ব্যাংকের অফিসার (জেনারেল) পদে নিয়োগ পরীক্ষার শেরে বাংলানগর সরকারি বালক উচ্চ বিদ্যালয় (রোল ২০২৪১৯-২০৬০১৯) কেন্দ্রের পরিবর্তে আগারগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়, আগারগাঁও (রোল ২০২৪১৯-২০৩৯৮৮), লায়নস অগ্রগতি শিক্ষা নিকেতন, আগারগাঁও (রোল ২০৩৯৯০-২০৪৯৮৫) এবং হালিম ফাউন্ডেশন মডেল হাই স্কুল, আগারগাঁও (রোল ২০৪৯৮৭-২০৬০১৯) কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
এ ব্যাপারে বিস্তারিত তথ্য বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে পাওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কলা অনুষদ এ বছর বাংলাদেশ ব্যাংকের এমসিকিউ পরীক্ষা-২০১৮ এর সমন্বয়ের দায়িত্ব পালন করছে। বাসস