বাংলাদেশ ব্যাংকের অফিসার পদের নিয়োগ পরীক্ষার কেন্দ্র পরিবর্তন

আমাদের নিকলী ডেস্ক ।।

আগামীকাল শুক্রবার (২৭ এপ্রিল) অনুষ্ঠিতব্য বাংলাদেশ ব্যাংকের অফিসার (জেনারেল) পদের নিয়োগ পরীক্ষার কেন্দ্র পরিবর্তন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ (২৬ এপ্রিল) এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, শুক্রবার অনুষ্ঠিতব্য বাংলাদেশ ব্যাংকের অফিসার (জেনারেল) পদে নিয়োগ পরীক্ষার শেরে বাংলানগর সরকারি বালক উচ্চ বিদ্যালয় (রোল ২০২৪১৯-২০৬০১৯) কেন্দ্রের পরিবর্তে আগারগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়, আগারগাঁও (রোল ২০২৪১৯-২০৩৯৮৮), লায়নস অগ্রগতি শিক্ষা নিকেতন, আগারগাঁও (রোল ২০৩৯৯০-২০৪৯৮৫) এবং হালিম ফাউন্ডেশন মডেল হাই স্কুল, আগারগাঁও (রোল ২০৪৯৮৭-২০৬০১৯) কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

এ ব্যাপারে বিস্তারিত তথ্য বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে পাওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় কলা অনুষদ এ বছর বাংলাদেশ ব্যাংকের এমসিকিউ পরীক্ষা-২০১৮ এর সমন্বয়ের দায়িত্ব পালন করছে। বাসস

Similar Posts

error: Content is protected !!