আব্দুল্লাহ আল মহসিন, নিজস্ব প্রতিনিধি ।।
নিকলীতে বৃহস্পতিবার (২৬ এপ্রিল) নূরুল ইসলাম নামে এক ব্যবসায়ীর ধান বোঝাই নৌকা পানিতে তলিয়ে গেছে।
উপজেলার সিংপুর ইউনিয়নের ধনু নদীতে বৃহ্স্পতিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। ব্যবসায়ী নুরুল ইসলামের (৩৫) বাড়ি নিকলী সদর ইউনিয়নের মীরহাটিতে।
নূরুল ইসলামের চাচা আবদুল কুদ্দুছ জানান, গত কয়েক দিন যাবত হাওর থেকে ধান কিনে নৌকায় রাখা ৪শ’ বস্তা ধান ভাটার টানে নদীতে তলিয়ে যায়।
এ সময় নৌকায় ঘুমিয়ে থাকা আটজন লোক ছিলেন। দুর্ঘটনা টের পেয়ে তারা ঘুম থেকে জেগে উঠেন এবং লাফিয়ে পানিতে পড়ে সাঁতরিয়ে তীরে উঠতে সক্ষম হন।
নৌকাটি উদ্ধারে ডুবুরি দিয়ে শুক্রবার (২৭ এপ্রিল) তৎপরতা শুরু হতে পারে।