বিশ্বকাপে দলের সমর্থনে পতাকা উড়ছে হাটহাজারীতে

মাহমুদ আল আজাদ, হাটহাজারী প্রতিনিধি ।।

বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৮কে কেন্দ্র করে ৩৭ দিন আগে হাটহাজারীতে সর্বস্তরের ক্রীড়া প্রেমিকদের মুখে মুখে আলোচনার ঝড় বইতে শুরু করেছে। যতই দিন ঘনিয়ে আসছে ততই মানুষের মাঝে উৎসাহ-উদ্দীপনা বাড়ছে। এই বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে অনেক ফুটবল পাগল দর্শক ইতিমধ্যে তাদের প্রিয় দশের সমর্থন প্রকাশে পতাকা উড়ানো শুরু করেছেন।

বহির্বিশ্বের পতাকা উড়ালেও তার উপরে রাখছেন বাংলাদেশের পতাকা। ২০১৮ সালের রাশিয়ায় অনুষ্ঠিতব্য ফুটবল বিশ্বকাপে প্রিয় দলগুলোর পতাকা পাড়া-মহল্লার দেয়ালেও শোভা পেতে দেখা গেছে।

কে কত বড় পতাকা লাগাবেন বা উড়াবেন তা নিয়ে চলছে জল্পনা কল্পনা আর প্রতিযোগিতা। কিন্তু রাশিয়া বিশ্বকাপে সব দলের মধ্যে পছন্দের আগে থাকছে বিশ্বফুটবলের চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ব্রাজিল ও আর্জেন্টিনা। ক্রীড়ামোদীদের কাছে দুই দলের খেলোয়াড়দের মধ্যে পছন্দের শীর্ষে রয়েছেন আর্জেন্টিনার মেসি ও ব্রাজিলের নেইমার।

ইতিমধ্যে উপজেলার বিভিন্ন স্থানে বিভিন্ন দলের ভক্তরা বড় পর্দার টিভি বসানোর পরিকল্পনা হাতে নিয়েছেন। হাটহাজারী উপজেলাসহ গোটা দেশের ক্রীড়ামোদীদের নজর এখন বিশ্বকাপের দিকে। বিশ্বকাপের উদ্বোধনী খেলার প্রহর গুনছেন ক্রীড়ামোদী দর্শকরা। বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে ইতিমধ্যে টিভি কিনতে ইলেকট্রনিক্স পণ্যের দোকানে ভীড় করছেন অনেকেই।

এই ফাঁকে টিভির অতিরিক্ত মূল্য হাতিয়ে নিচ্ছে দোকানিরা। এ ছাড়া ব্রাজিল ও আর্জেন্টিনার বহু সমর্থকরা গ্রুপ বেঁধে টিভিসহ বৈদ্যুতিক গোলযোগে নিরবচ্ছিন্ন খেলা উপভোগ করতে আইপিএস কেনার চিন্তা-ভাবনা করছেন। যাদের ঘরে পুরনো নষ্ট টিভি রয়েছে তারাও এখন মেরামত করতে মেকানিকের দোকানে ভীড় করছেন। সব মিলে বিশ্বকাপের জ্বরে কাঁপছে হাটহাজারীসহ গোটা দেশ।

Similar Posts

error: Content is protected !!