সংবাদদাতা ।।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলে নিকলী উপজেলা বিএনপি’র একাংশ মঙ্গলবার ১ সেপ্টেম্বর উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক ডাঃ কফিলউদ্দিন আহম্মদের সভাপতিত্বে নিকলী নতুনবাজার প্রাঙ্গনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপি’র সদস্য আসাদুজ্জামান মানিক, উপজেলা যুবদলের সভাপতি আতিকুল ইসলাম তালুকদার হেলিম, সদর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মেম্বার, উপজেলা কৃষকদলের সভাপতি আবু তাহের, উপজেলা তাঁতী দলের সভাপতি আবুল কাশেম জজ মিয়া ও সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, উপজেলা জাসাস-এর সভাপতি কামরুল হাসান, উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মোঃ মুর্শিদ আলী, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক আবদুল মান্নান, উপজেলা ছাত্রদলের সভাপতি খাইরুল ইসলাম ও সাধারণ সম্পাদক প্রিন্স মাহমুদ তুহিন, মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সভাপতি মোহাম্মদ আলী, দামপাড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি আঃ মজিদ, আবু বাক্কার, মানিক হোসেন প্রমুখ।
আলোচনা সভা শেষে নিকলী সদর ইউনিয়নে মোঃ আবু বাক্কারকে আহবায়ক ও মোঃ লোকমান হোসেনকে সিনিয়র যুগ্ম আহবায়ক, দামপাড়া ইউনিয়নে আঃ মজিদকে আহবায়ক ও মোঃ মুক্তার হোসেনকে সিনিয়র যুগ্ম আহবায়ক এবং গুরই ইউনিয়নে মোঃ জহিরুল আলম সেলিমকে আহবায়ক ও মোঃ উসমান মিয়াকে সদস্য সচিব করে ইউনিয়ন বিএনপি’র নতুন অনুমোদিত কমিটি ঘোষণা করা হয়। উল্লেখ্য, গত কয়েকদিন আগে নিকলী উপজেলা বিএনপি’র আহ্বায়ক উল্লেখিত ৩টি ইউনিয়নেও আহবায়ক কমিটি অনুমোদন দেয়।