আমাদের নিকলী ডেস্ক ।।
বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করার দায়ে এক হাজার ৭৭ জন যাত্রীকে জরিমানা করেছেন বাংলাদেশ রেলওয়ের ভ্রাম্যমাণ আদালত। শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভৈরব বাজার রেলওয়ে জংশনে বাংলাদেশ রেলওয়ের একটি বিশেষ দল এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ সময় দণ্ডিত এক হাজার ৭৭ জন যাত্রীর কাছ থেকে টিকিটের মূল্য ও জরিমানা বাবদ ২ লাখ ২৬হাজার টাকা আদায় করা হয়। এর মধ্যে ১২টি আন্তনগর, মেইল ও লোকাল ট্রেনের যাত্রীরা রয়েছেন।
রেলওয়ের চিফ কমার্শিয়াল অফিসার (পূর্ব) সর্দার শাহাদাৎ আলীর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ভৈরব বাজার রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার অমৃত লাল দাসসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিনা টিকিটে ভ্রমণ করা থেকে যাত্রীদের বিরত রাখতে এই ধরনের অভিযান অব্যাহত রাখা হবে বলে জানিয়েছেন স্টেশন মাস্টার অমৃত লাল দাস।
সূত্র : বিনা টিকিটে এক হাজার ৭৭ ট্রেনযাত্রী, দুই লাখ ২৬ হাজার টাকা জরিমানা [কিশোরগঞ্জ নিউজ, ২৮ এপ্রিল ২০১৮]